বিশ্বমাতানো প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের নতুন অপারেটিং সিস্টেম (ওএস) বাজারে এসেছে। ‘মাউনটেন লায়ন’ নামের নতুন এই ওএস গতকাল থেকে বাজারে পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে অ্যাপল। ম্যাকের নতুন এই অপারেটিং সিস্টেমে যুক্ত হয়েছে অ্যাপলের তৈরি আইফোন ও আইপ্যাডের নানা বৈশিষ্ট্য ও প্রোগ্রাম।
আইফোনের নতুন সংস্করণের সঙ্গে চলতি বছরের অক্টোবর মাস নাগাদ গান শোনার যন্ত্র আইপড টাচ ও আইপড ন্যানোর নতুন সংস্করণ বাজারে ছাড়তে পারে অ্যাপল। কেজিআই সিকিউরিটিজের প্রযুক্তি বিশ্লেষক মিং-চি কোউয়ের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।