
বিশ্বমাতানো প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের নতুন অপারেটিং সিস্টেম (ওএস) বাজারে এসেছে। ‘মাউনটেন লায়ন’ নামের নতুন এই ওএস গতকাল থেকে বাজারে পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে অ্যাপল। ম্যাকের নতুন এই অপারেটিং সিস্টেমে যুক্ত হয়েছে অ্যাপলের তৈরি আইফোন ও আইপ্যাডের নানা বৈশিষ্ট্য ও প্রোগ্রাম।